
১৯৬৫ সালে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ নামে যে মহিলা কলেজের অগ্রযাত্রা শুরু হয়, তা ড. মালিকা আল রাজীর চিন্তার ফসল । ড. মালিকা আল রাজী বিদেশে অবস্হান কালে ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেনের সংস্পর্শে আসেন এবং দেশে ফিরেই তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মহিলাদের নিয়ে গঠন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন যা আন্তর্জাতিক ফেডারেশনের অধিভুক্ত । ড. মালিকা আল রাজী ফেডারেশনের এক সভায় মেয়েদের জন্য একটি কলেজ ষ্হাপনের প্রস্তাব করেন – কারণ তাঁর মনের মাঝে সুপ্ত বাসনা ছিল এই কলেজের মধ্যেই ফেডারেশন বেঁচে থাকবে এবং শিক্ষায় অনগ্রসর নারী জাতির অগ্রগতির পথ উন্মুক্ত হবে ।
তাহেরা বেগম নমুনা জীবন বৃত্তান্ত | ডাউনলোড |