সুবর্ণ জয়ন্তী উদযাপন – 2017
এতদ্বারা অত্র কলেজের একাদশ, দ্বাদশ, ডিগ্রী (পাস) ও সম্মান শ্রেণীর সকল বর্ষে
র ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, আগামী 19, 20, 21 জানুয়ারী 2017 সালে ইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজের ‘সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠান (3 দিন ব্যাপী) উদযাপিত হবে । উক্ত অনুষ্ঠানে ছাত্রীদের অংশ গ্রহণ ঐকান্তিকভাবে কাম্য ।
অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য 04/10/2016 তারিখ থেকে 10/11/2016 তারিখের মধ্যে প্রতিজনকে 500/= (পাঁচশত) টাকা চাঁদা প্রদান করে রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে । লাইব্রেরীয়ান সুমনা গুপ্তের কাছে চাঁদা প্রদান করে রশিদ সংগ্রহ করতে হবে ।
আফরোজা ইয়াসমিন
অধ্যক্ষ