।। কলেজ ছাত্রী নিবাসের বৈশিষ্ট্য ।।
1। কলেজ বিল্ডিং এর পাঁচ তলায় সুপরিসর খোলামেলা আলোবাতাস পূর্ণ মনোরম পরিবেশে শিক্ষক পরিচালিত ছাত্রীনিবাস ।
2। 24 ঘন্টা নিরাপত্তা প্রহরী কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা ।
3। কলেজ শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ডাইনিং ।
4। পুষ্টিমান সম্পন্ন খাবার ও নিরাপদ পানির ব্যবস্থা ।
5। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত শিক্ষকের উপস্থিতিতে ছাত্রীদের পড়ালেখা তত্ত্বাবধান ।
6। কলেজ শিক্ষক ও মেট্রনের মাধ্যমে 24 ঘন্টা ছাত্রীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা ।
7। জরুরী স্বাস্থ্যসেবায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা সুবিধা ।
8। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ।
9। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ।
10। দৈনিক পত্রিকা, T.V সহ অন্যান্য চিত্তবিনোদন ব্যবস্থা ।
11। 24 ঘন্টা লাইব্রেরী সুবিধা ।
12। অন্যান্য ছাত্রীনিবাসের তুলনায় কম খরচ ।
13। সর্বোপরি কলেজের মধ্যেই ছাত্রীনিবাস হওয়ায় কোন যাতায়াত খরচ নাই এবং রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ার আশংকাও নাই ।
14। অধ্যক্ষসহ কয়েকজন মহিলা শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা হোস্টেলের কার্যক্রম পরিচালিত হওয়ায় হোস্টেলে কখনও
বিশৃংখলার সৃষ্টি হয় না । সর্বদাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে ।